Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

পার্বতীপুরে তিস্তা ক্যানেলের পাড় কেটে জমি

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:১০, ১৮ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পার্বতীপুরে তিস্তা ক্যানেলের পাড় কেটে জমি

ছবি : বহুমাত্রিক.কম

পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে ক্যানেলের পাড় কেটে জমি বের করা হচ্ছে। উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ব্রক্ষ্মত্তোর সোনাপুকুর গ্রামের পশ্চিমে ‘তিস্তা বগুড়া ক্যানেল’র সোনাপুকুর গ্রামের জনৈক ব্যক্তি দিনমজুর লাগিয়ে ক্যানেরের পাড় কেটে জমি বের করছেন।

মাটি কাটা হলে আগামী বর্ষা মৌসুমে ক্যানেলের পাড় ধ্বসে গিয়ে ব্রক্ষ্মত্তোর সোনাপুকুর গ্রাম তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে আরো কয়েক জনকে তিস্তা ক্যানেলের পাড়েরর মাটি কাটতে দেখা গেছে।

হেলারচক গ্রামের দিনমজুর তোজাম্মেল জানান, তারা ৪ জন দৈনিক হাজিরা হিসেবে মাটি কাটছে।

সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ক্যানেলের পাড় কেটে জমি বের করা আইনগত অপরাধ। অভিযুক্তদের কাছে নোটিশ পাঠানো হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer