Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত

নীলফামারী সংবাদদাতা

প্রকাশিত: ০০:২৮, ২৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত

নীলফামারী : নীলফামারীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

শনিবার জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত হন নিসচা’র কর্মীরা l আলোচনা সভায় বক্তব্য দেন নিসচা জেলা কমিটির উপদেষ্টা আবুল বারী, সাধারন সম্পাদক রাসেল আমিন স্বপন ও স্থানীয় বিশিষ্টজনরা।

আলোচনা শেষে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্বাধীনতার স্মৃতি অম্লান চত্তরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধনে মিলিত হন। সেখানে নিসচা’র কর্মীরা নিরাপদ সড়ক চাই ও সচেতনতা মুলক বিভিন্ন লিফলেট বিতরণ করে। 

এছাড়া এদিনে সৈয়দপুরে রেল পুলিশের উদ্যোগে দুপুরে সচেতনমূলক প্রচারণা শুভাযাত্রা হয়েছে।সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির প্রেক্ষিতে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ গোটা পশ্চিমাঞ্চল জুড়ে এই প্রচারণা কার্যক্রম গ্রহণ করে। রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এই কর্মসূচির উদ্বোধন করেন।

গণসচেতানতামূলক শুভাযাত্রায় নারী ও পুরুষ সদস্য ছাড়াও রেলওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার (সদর) আহসান হাবিব, সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান অংশ নেন। এসময় রেললাইনের দুপাশে মাইকে প্রচারণা চলে ও লিফলেট বিতরণ করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer