Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার রায় সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১৫ জানুয়ারি ২০১৭

আপডেট: ১০:১৮, ১৬ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার রায় সোমবার

ঢাকা : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলারা রায় ঘোষণা হবে আগামীকাল। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেইন বিগত ২০১৬ সালের ৩০ নভেম্বর রায় প্রদানের এ তারিখ নির্ধারণ করেন। মামলাটির বিচার প্রক্রিয়ায় দীর্ঘ শুনানি হয়।

এই মামলার অভিযোগে বলা হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর একটি টিম ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামকে তার তিন সঙ্গী ও ড্রাইভারসহ অপহরণ করে।

এ ছাড়া এই অপহরণের ঘটনা প্রত্যক্ষ করায় সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ী চালককেও অপহরণ করা হয়।

পরবর্তীতে এই ৭টি লাশই শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এই ঘটনায় নজরুল ইসলামের পরিবার ও চন্দন সরকারের পরিবার পৃথক মামলা করে।

এই অপহরণ ও হত্যাকান্ডে জড়িতদের অভিযোগে র‌্যাবের ৩ কর্মকর্তা লে. কর্নেল তারিক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এস এম মাসুদ রানাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ হত্যা মামলায় প্রধান আসামী নূর হোসেন ও র‌্যাবের বরখাস্ত ৩ কর্মকর্তাসহ ৩৫ জন আসামী রয়েছে। এর মধ্যে ১২ জন পলাতক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer