Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

নতুন মুদ্রানীতি ঘোষণা বুধবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ২৬ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নতুন মুদ্রানীতি ঘোষণা বুধবার

ঢাকা : বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যে চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বেলা সাড়ে ১১টায় নতুন এ মুদ্রানীতি ঘোষণা করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত অর্থবছরের ধারাবাহিকতায় এবারও মুদ্রানীতিতে সতর্ক অবস্থা থাকবে। তবে ঋণপ্রবাহ কিছুটা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণ বাড়ানোর ওপর জোর দেয়া হবে নতুন মুদ্রানীতিতে।

এছাড়া জাতীয় নির্বাচনের আগে সরকারি খাতে ঋণ নেয়ার প্রয়োজনীয়তা বেড়ে যায়। তবে এ জন্য বেসরকারি খাত যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। বেসরকারি খাতে এবারে ঋণ প্রবৃদ্ধি সামান্য বাড়িয়ে ১৭ শতাংশ করা হচ্ছে বলে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer