Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২৬ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল মেক্সিকোর কানকুনে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দিয়েছেন।

যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণে ‘গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক এই বিশ্ব সম্মেলনটি কানকুনে বুধবার শুরু হয়েছে। ঢাকায় আজ প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা যায়।

সম্মেলনের প্রথম দিনে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ঝুঁকি মোকাবেলা বিষয়ক নিজ নিজ রিপোর্ট তুলে ধরেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।

বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক এই বিশ্ব সম্মেলনে যোগ দিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer