Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ত্রাণ পরিবহনে সহযোগিতা দেবে রিজেন্ট এয়ারওয়েজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ত্রাণ পরিবহনে সহযোগিতা দেবে রিজেন্ট এয়ারওয়েজ

ঢাকা : রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ পরিবহনে সবধরণের সহযোগিতা দেবে দেশের বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

প্রাথমিক পর্যায়ে ঢাকা থেকে কক্সবাজারে ত্রাণ সামগ্রী পাঠাতে এই সুবিধা দেয়া হবে বলে আজ সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রুটে চলাচলকারী বোয়িং ৭৩৭ উড়োজাহাজে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা নেয়া হয়েছে।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব:) এম. ফজলে আকবর বলেন, নিপীড়িত রোহিঙ্গা শরণার্থীদের ঢাকা থেকে কক্সবাজারে ত্রাণ সামগ্রী দ্রুত পৌছানোর লক্ষ্যে পরিবহন সহযোগিতার এই উদ্যোগ নেয়া হয়েছে।

বেসরকারি সংগঠন, সেচ্ছাসেবী সংস্থা এবং প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তারা এই সুবিধা নিতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিনের ফ্লাইটে ত্রাণ সামগ্রী পরিবহনের ব্যবস্থা থাকবে।
এছাড়া সরকারি এবং আন্তর্জাতিক সাহায্য ও দাতা সংস্থার ত্রাণ সামগ্রীর দ্রুততম সময়ে পৌঁছিয়ে দেবে রিজেন্ট এয়ারওয়েজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪দিন ধরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহায়তায় উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে বিমান সংস্থাটি ৮ মেট্রিক টন খাদ্য সামগ্রী এবং নগদ ৫ লাখ টাকা বিতরণ করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer