Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

তৃতীয় শীতলক্ষ‌্যা সেতু নির্মাণে চুক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ২৩:৫০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

তৃতীয় শীতলক্ষ‌্যা সেতু নির্মাণে চুক্তি

ছবি-সংগৃহীত

ঢাকা : নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তৃতীয় শীতলক্ষ‌্যা সেতু নির্মাণে একটি চীনা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।

৪৪৮ কোটি ৮৩ লাখ ৯১ হাজার টাকায় ৪০০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করবে চীনের সিনো-হাইড্রো করপোরেশন লিমিটেড।

এ সেতুর মূল স্প‌্যান হবে ৯০ মিটারের। সংযোগ সড়কের দৈর্ঘ‌্য হবে ২ দশমিক ১৩ কিলোমিটার। আর সেতু নির্মাণে ৫০০ মিটার নদী শাসন করতে হবে।

চুক্তিতে সই করেন সড়ক ও জনপথ বিভাগের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং সিনো-হাইড্রো করপোরেশন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট লিও লিওশান।

বুধবার ঢাকার একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান।

প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ আশা করছে, সব ঠিক থাকলে তিন বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল ও সৌদি ফান্ড ফর ডেভেলমেন্ট যৌথভাবে এ প্রকল্পের অর্থায়ন করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer