Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত বিচারপতিগণের শ্রদ্ধা

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ৬ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত বিচারপতিগণের শ্রদ্ধা

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিগণ।

বুধবার সকাল ১১টায় বিচারপতি মো. আবু আহমেদ জমাদার এর নেতৃত্বে নবনিযুক্ত ১৮ জন বিচারপতি বীর শহীদদের স্মরনে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতিগণ জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর আগে সড়ক পথে বিচারপতিগণ জাতীয় স্মৃতিসৌধে পৌছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতি আবু আহমেদ জমাদার বলেন, আমাদের একটাই লক্ষ যারা বিচারপ্রার্থী, সাংবিধানিক ভাবে যারা বিচার লাভের অধিকারী তাদের বিচারটাকে যত দ্রুত তর সময়ে সহজলভ্য করে ন্যায় নিতি, সততা ও দক্ষতার সাথে দিতে পারি সেই লক্ষে আমরা কাজ করে যাব। এমন কাযক্রমের মাধ্যমেই আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার একটা বড় মাইল ফলক হবে আইনের শাসন সুদীর্ঘ করা।

নবনিযুক্ত ১৮ জন বিচারপতি হচ্ছেন- মো. আবু আহমেদ জমাদার, এস এম আব্দুল মবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা,এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম।

শ্রদ্ধা নিবেদনের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান, সাভার গর্ণপূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer