Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল ৮টায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ২০ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল ৮টায়

ফাইল ছবি

ঢাকা : ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বুধবার সকাল ৮টায় প্রায় ১ লাখ মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া খারাপ হলে বায়তুল মোকাররমে সকাল সাড়ে আটটায় নামাজ হবে।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাজধানী জুড়ে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ।

ত্রিপল ও সামিয়ানা সহযোগে জাতীয় ঈদগাহের প্রস্তুতি ইতিমধ্যে শেষ। আগামী বুধবার এখানেই অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামায়াত। প্রায় দেড়শত মানুষের গত একমাসের দিনরাত পরিশ্রমে অস্থায়ীভাবে নির্মিত হয়েছে এটি।

সকাল পৌনে ১১টার দিকে ঈদগাহের শেষ সময়ের কাজ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer