Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জঙ্গি সহযোগিতার অভিযোগে ভারতে ৩ বাংলাদেশি আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৭ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জঙ্গি সহযোগিতার অভিযোগে ভারতে ৩ বাংলাদেশি আটক

ঢাকা : ভারতের মহারাষ্ট্রে তিন বাংলাদেশিকে আটক করেছে রাজ্যটির এন্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)। তবে আটকদের নাম প্রকাশ করা হয়নি।

শনিবার রাজ্যটির পুনে শহর থেকে ইসলামি চরমপন্থি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগে অবৈধভাবে বসবাসকারী এই তিনজনকে আটক করা হয়েছে।

রাজ্যটির এক জ্যেষ্ঠ এটিএস কর্মকর্তা বলেন, গত পাঁচ বছর ধরে বৈধ কাগজপত্র ও ভ্রমণ নথি ছাড়া ওয়ানাবাড়ি ও আকুরড়ি এলাকায় বসবাস করে আসছিলেন তারা। গ্রেপ্তারদের বয়স ২৫ থেকে ৩১ বছরের মধ্যে। তারা বাংলাদেশের খুলনা ও শরীয়তপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা এবিটি সদস্যদের আশ্রয় ও সহায়তা দেয়ার কথা স্বীকার করেছেন।

আরেক এটিএস কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের কাছে ভুয়া কাগজপত্র পাওয়া গেছে। তাদের একজন অত্যন্ত স্পর্শকাতর একটি সংস্থার হয়ে কাজ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer