Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ডাকাত আতংক

ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫, ১৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ডাকাত আতংক

সুনামগঞ্জ : ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মৃত্রগাঁও এলাকায় কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনায় সড়ক পথে যাতায়াতকারী যাত্রী সাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে ডাকাত আতংক। দীর্ঘ প্রায় ৭-৮ বছর পর আবারো ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যাত্রীদের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে।

ঈদকে সামনে রেখে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন ব্যবসায়ি ও সাধারণ যাত্রীরা।

বুধবার ভোরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও নামক স্থানে একাধিক গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ১০-১২ জনের সংবদ্ধ ডাকাত দল বন্দুক, রামদা, চাপাতি, চায়নিজ কুড়ালসহ ভায়্নক সব অস্ত্র নিয়ে পর পর চারটি গাড়িতে লুটতরাজ চালায়।

ডাকাতদের কবলে পড়া খারগাঁও মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন জানান, সেহরীর পর তার সঙ্গীয় আরো কজন হাফেজদের নিয়ে ছাতক থেকে গাড়ী যোগে বাড়ী ফেরার পথে মৃত্রগাঁও এলাকায় সশস্ত্র ডাকাতদের কবলে পড়েন তারা। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ তাদের সাথে থাকা সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দু’দিক থেকে আসা আরো কটি গাড়ীতে ডাকাতরা লুটতরাজ চালিয়েছে।

ডাকাত আতংক ছড়িয়ে পড়লে ভোরে মুক্তিরগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রমের মানুষ লাটিসোটা নিয়ে ডাকাত প্রতিরোধের প্রস্তুতি নেয়। স্থানীয়রা সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। সে আলমপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer