Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

গুপ্তধনের সন্ধানে রাজধানীতে পুলিশের অভিযান চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ২১ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গুপ্তধনের সন্ধানে রাজধানীতে পুলিশের অভিযান চলছে

ছবি : ফাইল ছবি

ঢাকা : রাজধানীর মিরপুরে একটি বাড়িতে গুপ্তধনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার সকাল ১১ টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়।

গুপ্তধন আছে, এমন তথ্যের ভিত্তিতে সিটি করপোরেশনের সহযোগিতায় সেখানে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সিটি করপোরেশনের কর্মীরা ওই বাড়ির একটি রুম খুড়ছেন। তল্লাশি অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, ১৯৭১ সালে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয় তখন এই বাড়িটা ছিলো জল্লাদখানা। এই বাড়ির মূল যে অধিবাসী ছিলেন তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন। পরবর্তীতে তারই এক আত্মীয় এসে কিছুদিন আগে আমাদের কাছে `গুপ্তধন` থাকার থাকার তথ্য দেন।`

গুপ্তধনের বিষয়ে ওই ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর এই বাড়ির বর্তমান অধিবাসীরাও মিরপুর থানায় একটা জিডি করেন।

মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন, `যদি এখানে খনন করে কিছু পাওয়া যায় আইনগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। আদালতকে অবহিত করে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সামনেই বাড়িড়ি খনন করা হচ্ছে।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer