Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৯, ১২ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ

রাঙ্গামাটি : দেশের বৃহত্তম কাপ্তাই হ্রদে ১ মে থেকে সব প্রকার মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর প্রাথমিকভাবে তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ ও অবমুক্তকৃত কার্প জাতীয় মাছের পোনার সুষ্ঠু বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কইসঙ্গে মাছ আহরণ বন্ধ থাকাকালে কাপ্তাই হ্রদে এ পেশার ওপর নির্ভরশীল অতি দরিদ্র প্রায় ২০ হাজার জেলে পরিবারকে তিন মাসের জন্য বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য শস্য দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

সভায় জানানো হয়, নিষেধাজ্ঞা চলাকালে জেলা সীমানার মধ্যে বরফকল এবং হ্রদের নির্ধারিত মাছের অভয়াশ্রমগুলোতে আহরণ বন্ধ থাকবে।

সভায় আরও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নিতে মৎস্য উন্নয়ন করপোরেশন এবং কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer