Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

খালেদার দুই মামলার পরবর্তী শুনানি ৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ২৭ জুলাই ২০১৭

আপডেট: ১৬:০৯, ২৭ জুলাই ২০১৭

প্রিন্ট:

খালেদার দুই মামলার পরবর্তী শুনানি ৩ আগস্ট

ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ৩ আগস্ট নতুন করে দিন রেখেছেন।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত এসব আদেশ দেন।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষীদের জেরা ও পুনর্জেরার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

অন্যদিকে আদালত একই সঙ্গে অসুস্থতার জন্য খালেদা জিয়ার হাজিরার ক্ষেত্রে যে সময়ের আবেদন করেছেন, তা মঞ্জুর করেছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদনটি মুলতবি করে দিয়ে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। গত ২০ জুলাই এ গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সাবেক এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন।

মামলায় বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া, আমিনুল ইসলাম, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer