Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুলের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ২৯ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুলের বিচার শুরু

সিলেট : সিলেটের কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচার শুরু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে অভিযোগপত্র গ্রহণ করে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরো বদরুল আলমের জামিন নামঞ্জুর করেন।

একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে ৩৬ জনকে।

তিনি জানান, বদরুলের বিরুদ্ধে ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরা বিচার শুরুর জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer