Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কুষ্টিয়ায় নকল প্রসাধনী ব্যবসায়ীদের জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪২, ২৪ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কুষ্টিয়ায় নকল প্রসাধনী ব্যবসায়ীদের জরিমানা

ছবি: বহুমাত্রিক.কম

কুষ্টিয়া : কুষ্টিয়ায় বাজারগুলো ভেজাল বিরোধী অভিযানে প্রসাধনীর দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার শহরের এনএস রোডের ইসলামীয়া কলেজের গলিতে আশা এন্টারপ্রাইজ নামের প্রসাধনী দোকানে এই অভিযান চালানো হয়।

এসময় দেশী বিদেশী ভেজাল প্রসাধনীসহ নিজস্ব কারখানায় তৈরী অনুমোদনবিহীন ত্বক ফর্সা করার ক্রীম বিক্রির দায়ে এবং বিদেশী প্রসাধনীর লেবেলে সঠিক মুল্য তালিকা না দেওয়ার অভিযোগে আশা এন্টারপ্রাইজের মালিক ইছা হককে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানের নেতৃৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

এসময় তিনি জানান, দীর্ঘদিন ধরে ইছা হক দেশী বিদেশী নকল প্রসাধনী জেলাশহর ও পাশ্ববর্তী জেলায় সরবরাহ করে আসছিলো এবং অনুমোদনবিহীন ত্বক ফর্সা করার ক্রীম তৈরী ও বাজারজাতকরণের দায়ে তাকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ (৩৭) ধারা মোতাবেক জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এসময় ক্র্যাবের সদস্য রীনা নাসরিন বুলবুল, এনএস রোড দোকান কল্যান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছালেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer