Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কালিয়াকৈরে সেনাবাহিনী’র চক্ষু শিবির

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ১৭ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৫:১৩, ১৭ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

কালিয়াকৈরে সেনাবাহিনী’র চক্ষু শিবির

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় গরীব ও দুঃস্থ্য জনগণের বিনামুল্যে চোখের ছানি অপারেশনসহ চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদানের উদ্দেশ্যে চক্ষু শিবির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবির উদ্বোধন করেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসসি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার আলী হায়দার।

সম্মিলিত সামরিক হাসপাতাল, সাভার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সামরিক ও বেসামরিক চিকিৎসক কর্তৃক ৫৬ জন দুঃস্থ রোগীর ছানি অপারেশন এবং তাদের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

এছাড়া ৬৮৯ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান ও শিশুদেরকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে ৯ পদাতিক ডিভিশন এই চিকিৎসা কার্যক্রম ও চক্ষুশিবিরের আয়োজন করে আসছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer