Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কমেছে বেশিরভাগ সবজির দাম,স্থিতিশীল মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ৯ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কমেছে বেশিরভাগ সবজির দাম,স্থিতিশীল মাংসের দাম

ঢাকা : রাজধানীর কাঁচাবাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে মৌসুম শেষ এমন সবজির দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। স্থিতিশীল আছে মাছ ও গরুর মাংসের দামও।

তবে দাম বেড়েছে ব্রয়লার মুরগীর ও খাসির মাংসের। শীতের কারণে আমদানি কম হওয়ায় দাম ঊর্ধ্বমুখি বলে জানান ব্যবসায়ীরা।

কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বেশিরভাগ সবজির দামই কমেছে। কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা কমে নতুন এক কেজি আলু ৪০ থেকে ৫০, শিম ৪০ থেকে ৫০ এবং পাতাকপি ও ফুলকপি প্রতি পিস ৩০ এবং প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে মৌসুম শেষ হওয়ায় বরবটি ৭০ ও নতুন আমদানি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। বিক্রেতারা দাম কমার কথা বললেও বরাবরের মতো ক্রেতাদের দাবি বাজার মনিটরিংয়ের।

মাছের বাজারে ছোট মাছের দাম আগের মতো থাকলেও দাম কমেছে বড় মাছের। বড় রই কাতলা কেজিতে প্রায় ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০, তেলাপোয়া ১২০ থেকে ১৪০, চিংড়ি ৫৫০, শিং ৬০০ থেকে ৮০০ টাকা টাকায়।

আমদানি কম থাকার অভিযোগে সপ্তাহের ব্যবধানে খাসির মাংসের কেজিতে দাম বেড়েছে ৫০ টাকা। একইভাবে প্রায় ১৫ টাকা বেশিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী। ব্যবসায়ীরা বলছেন, শীঘ্রই দাম কমবে না।

বাজারে আগের দামেই এক কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer