Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

উত্তরায় শুরু হল আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৯, ১৮ মে ২০১৬

আপডেট: ০১:৩৮, ১৮ মে ২০১৬

প্রিন্ট:

উত্তরায় শুরু হল আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ছবি-সংগৃহীত

ঢাকা : রাজধানীর উত্তরার লেডিস ক্লাবে শুরু হয়েছে ৫ দিনব্যাপি বাণিজ্যমেলা। পোশাক সামগ্রী, কসমেটিক্স ও লাইফ স্টাইল প্রোডাক্ট নিয়ে এই মেলার আয়জন। 

’উত্তরাতে করুন আপনাদের ঈদের কেনাকাটা’ এই স্লোগান নিয়ে রেডকার্পেট ৩৬৫ লিমিটেড এই মেলার আয়জন করেছে। মেলাতে ৪০টি স্টল নিয়ে ৭টি দেশ থেকে এক্সিবিটর এসেছে।

রেডকার্পেট এর সিইও, আহমেদ ইমতিয়াজ জানিয়েছেন, তাদের মুল উদ্দেশ্য উত্তরাতে একটি আন্তর্জাতিক মানের মেলা উপহার দেয়া।

তিনি আরও বলেন, ঈদের বিশাল কেনাকাটাকে কেন্দ্র করে আমাদের এই আয়জন। এখন আর উত্তারাবাসীকে দূরে যাবার প্রয়োজন নেই। আমাদের মেলাতে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ইরান, ফিলিপাইন্স ও তুরস্ক থেকে প্রোডাক্ট নিয়ে কোম্পানি অশগ্রহণ করছে।

রেডকার্পেট এর ডিরেক্টর মার্কেটিং মিস ফাতেমা জানান, বাংলাদেশের ফ্যাশান লাইফ স্টাইল প্রোডাক্ট ও কনজুমারমার্কেট দিন দিন প্রশারিত হচ্ছে। এই বিষয়ই মাথাই রেখে আমাদের মেলাটি বি২বি ও বি২সি দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে।

এই মেলাতে ৭টি দেশ থেকে এক্সিবিটরা শাড়ি, ড্রেস, লাওন, ফ্যাশান প্রোডাক্টস, কসমেটিক্স, গহনা, লেডিস ব্যাগ, জুতা, শালাদ কাতার, আলুমিনিউম সামগ্রী, ক্রকারিস, চাদর, বেডকভার সহ আরও অনেক আইটেম নিয়ে অশ নিচ্ছে।

মেলাটি দর্শনার্থীদের জন্য ১৭ থেকে ২১ মে সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer