Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আর নির্বাচন করবেন না ফ্রাঁসোয়া ওঁলাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৪:১০, ২ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

আর নির্বাচন করবেন না ফ্রাঁসোয়া ওঁলাদ

ঢাকা : ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচনে লড়বেন না। 
বৃহস্পতিবার টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

সমাজতান্ত্রিক এ নেতা বলেন, আমি দ্বিতীয়বারের মতো নিজেকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করতে চাই না।

৬২ বছর বয়সী এ নেতার বর্তমানে জনপ্রিয়তা কিছুটা পড়তির দিকে। আর আধুনিক ফ্রান্সের ইতিহাসে তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হবেন না বলে ঘোষণা দিলেন।

দেশটিতে ২০১৭ সালের নির্বাচনকে ঘিরে রক্ষণশীল রিপাবলিকান দলের ফ্রাঙ্কোয়িস ফিলনকে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা গেছে, তিনি অন্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। জরিপ বলছে, ডানপন্থী মেরিন লে পেন ফিলনের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer