Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি ২১০০ সাল পর্যন্ত : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১৯ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি ২১০০ সাল পর্যন্ত : প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটি মানুষকে নাগরিক সেবা পৌঁছে দিতে ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান ঘোষণা করেন তিনি।

রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ওয়াসার আওতায় রাজধানীর খিলগাঁও এলাকায় দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘আবারো ক্ষমতায় এলে রাজধানীর সব বক্সকালভার্ট ভেঙে এলিভেটেড রুট নির্মাণ করা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে। আর ২০৪১ সাল নয়, ২১০০ সালের বাংলাদেশে কি হবে তা দেখতে চাই। আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি ২১০০ সাল পর্যন্ত। ডেল্টা প্ল্যানের মধ্যে যেটা আমি সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছি, প্রত্যেকটি নদী ড্রেজিং করে, প্রতিটা এলাকাকে উন্নত করতে হবে। প্রতিটা জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ আমাদের সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এই তিনটির পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন, যদি আসতে পারি, তাহলে সকল বক্স কালভার্ট ভেঙে দেব আমি। আশা করি পর্যাপ্ত টাকা-পয়সা হবে আমাদের। আর ওই বক্স কালভার্ট এবং খালগুলো উন্মুক্ত করে দেব। খালগুলোর উপর দিয়ে এলিভেটেড রাস্তা বানিয়ে দেব।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer