Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আজিজা হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেয়ার পরামর্শ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ২৯ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আজিজা হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেয়ার পরামর্শ

ঢাকা : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নরসিংদীর শিবপুর উপজেলার আজিজা আক্তারকে আগুনে পুড়িয়ে নির্মম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে যথাযত আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সংসদ ভবনে রোববার কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য মো. মোজাম্মেল হোসেন এমপি, ফজিলাতুন নেসা এমপি এবং মনোয়ারা বেগম এমপি অংশগ্রহণ করেন।

সভায় প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য ‘বাল্যবিবাহ’ নিয়ে সপ্তাহে অন্তত এক ঘণ্টার একটি সেশন নেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তাগিদ দেয়া হয়।

সভায় ঢাকার ধানমন্ডিতে ‘জয়িতা টাওয়ার’ নির্মাণ প্রকল্প, জয়িতা ফাউন্ডেশনের জনসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত বাস্তবায়ন, আত্মকর্মসংস্থানের জন্য মেয়েদের প্রশিক্ষণ অব্যাহত রাখা ও ডিএনএ আইন, ২০১৪” ও “বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭” -এর বিধিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer