Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

অনন্যা শীর্ষদশ ২০১৬ সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৬, ৫ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অনন্যা শীর্ষদশ ২০১৬ সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার

ঢাকা : নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দৃঢ়প্রত্যয়ী মুখপত্র পাক্ষিক অনন্যা পথচলার ২৯ বছর অতিক্রম করছে। সেই সঙ্গে ২৪ বছর পূর্তি হচ্ছে অনন্যা শীর্ষদশ সম্মাননা প্রদানের।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেয়া হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন বিশিষ্ট কৃতী নারীকে এই সম্মাননা দেয়া হয়। গত তেইশ বছরে ২৩০ জন সংগ্রামী নারী পেয়েছেন এই সম্মাননা।

শীর্ষদশ সম্মাননা-প্রাপ্ত ২৩০ নারীর অর্জন ও জীবনযুদ্ধ নিয়ে অনন্যার অনন্য প্রকাশনা শীর্ষদশ কফি টেবিল বুকের তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে এবার।

আগামী ৬ মে শনিবার, সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে ২০১৬ সালের সম্মাননার জন্য মনোনীত দশ নারীকে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মানবাধিকার নেত্রী ড. হামিদা হোসেন এবং বিশিষ্ট রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. রওনক জাহান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer