Bahumatrik :: বহুমাত্রিক
 
২০ আশ্বিন ১৪২৯, বুধবার ০৫ অক্টোবর ২০২২, ২:৫৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শ্রদ্ধা-ভালোবাসায় মনিরুজ্জামান মিঞাকে শেষ বিদায়


১৪ জুন ২০১৬ মঙ্গলবার, ০৭:৩১  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


শ্রদ্ধা-ভালোবাসায় মনিরুজ্জামান মিঞাকে শেষ বিদায়

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার দ্বিতীয় জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের স্বজন-সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

জানাজা শেষে মনিরুজ্জামান মিঞার মরদেহে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

জানাজায় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দীন, অধ্যাপক এস এম ফায়েজ, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হোসেন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে মরহুমের মরদেহ বনানীতে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

সোমবাার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

শিক্ষা -এর সর্বশেষ