Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩০, সোমবার ০২ অক্টোবর ২০২৩

‘রেডিসন-ওয়েস্টিন সংস্কৃতি নয়, সদস্যদের মানোন্নয়নে কাজ করতে চাই’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:০২, ১৪ জুন ২০১৬

আপডেট: ০১:৪৫, ১৪ জুন ২০১৬

প্রিন্ট:

‘রেডিসন-ওয়েস্টিন সংস্কৃতি নয়, সদস্যদের মানোন্নয়নে কাজ করতে চাই’

ঢাকা : তরুণদের উৎসাহ ও প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের একমাত্র সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)কে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। নবীন-প্রবীণ সবাই একসাথে মিলে কাজ করবো, এই আগ্রহ ও অভিজ্ঞতাই হবে আমার এগিয়ে যাওয়ার শক্তি।

আসন্ন বেসিস নির্বাচনে সতন্ত্র প্রার্থী এবকো ওভারসিজ কর্পোরেশন লিমিটেড’র সিস্টার কনসার্ণ এবকো আইটি’র চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ` কার্যক্রম সফল করতে ও প্রযুক্তিখাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বর্তমান সরকার। সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে বেসিসের সকল সদস্যের উন্ননয়ের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই।

বেসিসের সদস্য হওয়া খুব সহজ নয়-এ বিষয়ে আরও উদার হওয়ার সুযোগ দেয়া যায় কিনা, জানতে চাইলে আব্দুল মতিন ভূঁইয়া বলেন, বেসিসের এবারের নির্বাচনে শতকরা ৫২ ভাগ সদস্যদেরই ভোটার হতে পারেননি। এর কারণ হিসেবে অনেকেই উল্লেখ করে বলেছেন, সেইসব সদস্যদের কাগজপত্র হালনাগাদ না থাকায় অথবা সদস্য ফি না দেওয়ায় তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এমনকি অনেক সদস্য আছেন যাদের আসলে সদস্য ফি দিতেও অনেক টানাপোড়ন। তাদের গাইডলাইন না দিয়ে, তাদের উন্নয়নে সময় না দিয়ে কেউ কেউ রেডিসন-ওয়েস্টিনের মত অভিজাত হোটেলে বসে মিটিং করছেন। এই রেডিসন-ওয়েস্টিন সংস্কৃতি বাদ দিয়ে সদস্যদের মান উন্নয়ন নিয়ে কাজ করতে চাই।

বেসিস সদস্যরা তাদের নিজ প্রতিষ্ঠানে উপেক্ষিত-এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বর্তমান বেসিসের কার্যালয়ে সদস্যরা যথাযথ সম্মান পাচ্ছেনা। তাই অনেক সদস্যই বেসিস কার্যালয় বিমুখ। বেসিস কার্যালয় হবে এমন একটি মিলনকেন্দ্র যেখানে প্রত্যেক সদস্য মাঝে মাঝে আসবে অন্যান্য সদস্যদের খোঁজখবর নিতে। সেইসাথে নানা ধরণের আলাপ-আলোচনার মধ্য দিয়ে এখান থেকেই বেরিয়ে আসবে নতুন নতুন আইডিয়া। এবং আলোচনা সমালোচনার মধ্য দিয়ে নিজেরাই নিজেদের উন্নয়ন করতে পারবে বলে আমি মনে করি। তাই সাংগঠনিক এই কার্যালয়টিতে প্রত্যেকের সম্মান নিশ্চিত করে সদস্যদের প্রাণকেন্দ্রে পরিণত করে নতুন নতুন উদ্ভাবন ও ব্যবসায়ের মান উন্নয়ন নিয়ে কাজ করতে চাই।

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা ও নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পৃথিবীতে অন্যতম আলোচিত দেশ। বিশ্বব্যাংকের তালিকায় বিনিয়োগের সম্ভাবনাময় ১৭টি দেশের মধ্যে, বাংলাদেশের নামও রয়েছে । বিশ্বব্যাংক ও ভেঞ্চার ক্যাপিটালসহ বড় বড় দাতা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের মধ্যে শতকরা ৫০ ভাগ শেয়ার বাংলাদেশি কোম্পানির নিশ্চিত করে দেশের তথ্যপ্রযুক্তির বাজার ও কোম্পানিগুলোর উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর লক্ষ ২০২১ সালের মধ্যে এ খাতে ৫ বিলিয়ন ডলার অর্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, আমি আমার ব্যবসায়িক অভিজ্ঞতা ও সকলের সহযোগিতা নিয়ে বেসিস্কে অন্যতম একটি সফল ট্রেড বডি রবং বেসিস’র সকল সদস্যদের মান উন্নয়ন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে তাদের চলার পথ সুগম করতে নিজেকে বিলিয়ে দিতে চাই।

আব্দুল মতিন ভুঁইয়া সম্পর্কে

আব্দুল মতিন ভুঁইয়া ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে বি এস এস এবং ১৯৮৭ এম এস এস সম্পন্ন করেন। বেসিস ছাড়াও তিনি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য, কুয়েত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সেক্রেটারী জেনারেল, কো-চেয়ারম্যান, ল এন্ড অডার, এন্টি-স্মাগলিং স্ট্যান্ডিং কমিটি, এফবিসিসিআই, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশ (আটাব) ডেপুটি সেক্রেটারী জেনারেল, হজ্জ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ সদস্য, এফবিসিসিআই এর ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটি কো-চেয়ারম্যান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)’র সদস্য।

এবকো ওভারসিজ কর্পোরেশন’র চেয়ারম্যান ছাড়াও আব্দুল মতিন ভুইয়ার অন্যান্য ব্যবসায়িক পরিচয় হচ্ছে, তিনি এবকো ওভারসীজ কর্পোরেশন’র চেয়ারম্যান, আদিবা এয়ার ইন্টারন্যাশনাল’র স্বত্বাধিকারী, মক্কা ঢাকা ট্রেড এন্ড টুরস’র ব্যবস্থাপনা পরিচালক, রূপান্তর প্রিন্টিং এন্ড পাবলিকেশন, এক্সিলেন্ট কর্পোরেশন, বিজয় এন্টারপ্রাইজ ও এক্সিলেন্ট এক্সিবিশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’র স্বত্বাধিকারী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer