০৮ এপ্রিল ২০১৬ শুক্রবার, ০১:১৩ এএম
পদ্মনাভ অধিকারী
বহুমাত্রিক.কম
বোশেখে ঈশান কোণে মেঘ কোরে
গর্জে এলো মুশলা ধারায় বৃষ্টি,
তপিস তাপের জ্বালা জুড়ালো
শীতল হলো গোটা সৃষ্টি ।
সেই জুলের ধারা ছুটে চলে
যেন নৃত্য রতা অনূঢ়া,
প্রকৃতি তখন ছন্দে ফিরলো
যে সুখে আমার মোনুড়া ।
১৭ চৈত্র ১৪২২
কারুকাজ, কেশবলাল রোড, যশোর।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।