
ছবি-বহুমাত্রিক.কম
কুষ্টিয়া : "আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প" এর সহায়তায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামে আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা বলেন, এদেশের কৃষিতে উৎপাদিত বিষমুক্ত শাকসবজি ও ফল বিশ্বের অনেক দেশের সুনাম কুড়িয়েছে। বিশ্বে শাকসবজি উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থান অধিকার করেছে, আয় করেছে বিপুল বৈদেশিক মুদ্রা। এই সুনাম ধরে রাখতে হলে কৃষিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল বিষমুক্ত করতে সবার আগে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, "ভবিষ্যত প্রজন্মের মুখে নিরাপদ খাবার তুলে দিতে নিরাপদ উপায়ে সবজি উৎপাদনের কোন বিকল্প নেই, আর নিরাপদ উপায়ে সবজি উৎপাদনের জন্য আইপিএম পদ্ধতির বিকল্প নেই।’’
মোকারিমপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুস সামাদের সভাপতিত্বে এসময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল মজিদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হামিদ ও সমাজসেবক ইয়াকুব আলী, কৃষানী সাথী খাতুন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
বহুমাত্রিক.কম