Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

পুরনো সম্পর্ক এখন অতীত:কারিনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ১২ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পুরনো সম্পর্ক এখন অতীত:কারিনা

ঢাকা: সম্প্রতি অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই প্রাক্তন লাভবার্ড।

যদিও শোনা যাচ্ছে, শহিদ-কারিনা নাকি ছবিতে একবারের জন্যও স্ক্রিন শেয়ার করেননি। তবে ছবির প্রচারে এসে এক মঞ্চে উঠতে হল ‘বেবো’ আর ‘সাশা’কে।

‘উড়তা পঞ্জাব’-এর প্রচারে অতীত প্রেম নিয়ে করিনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পুরনো সম্পর্ক এখন অতীত। সেই দিন পেছনে ফেলে আমরা দু’জনেই অনেকটা এগিয়ে এসেছি। সংবাদ মাধ্যমগুলোরও উচিত এবার আমাদের নিস্তার দেওয়া। আমরা অতীত নিয়ে নয় বরং ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’