Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০, শনিবার ১০ জুন ২০২৩

নজরুলজয়ন্তী উৎসব শুরু মঙ্গলবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২৪ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নজরুলজয়ন্তী উৎসব শুরু মঙ্গলবার

ঢাকা: ১১৭তম নজরুলজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার শুরু হচ্ছে চার দিনের উৎসব। নজরুল একাডেমির উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করবেন শিল্পী সৈয়দ আবদুল হাদী।

নজরুলের সৃষ্টিকর্মের ওপর বিশেষ আলোচনা পর্বে অংশ নেবেন ম. মীজানুর রহমান, মুহাম্মদ আবদুল হান্নান, আবদুল মুকীত চৌধুরী, খিলখিল কাজী, নজরুল একাডেমির অধ্যক্ষ খালিদ হোসেন প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান। আজীবন সঙ্গীত সাধনায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে শিল্পী সৈয়দ আবদুল হাদীকে নজরুল একাডেমি সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী।

চার দিনের উৎসবে থাকছে নবীন-প্রবীণ শিল্পীদের কণ্ঠে নজরুলের বিভিন্ন পর্যায়ের গান, নজরুল সঙ্গীতের অ্যালবামের মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান, আলোচনাসহ নানা আয়োজন। আজ প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে আছে নজরুলের শিশুসাহিত্য `খুকি ও কাঠবেড়ালি` কবিতা অবলম্বনে নাটক এবং ফেনী ও মোহাম্মদপুর নজরুল একাডেমি শাখা নৃত্যশিল্পীদের পরিবেশনা। রয়েছে বিভিন্ন জেলা থেকে আগত সঙ্গীতশিল্পী ও নজরুল একাডেমির শিল্পীদের একক পরিবেশনা। আবৃত্তি করবেন শামীমা চৌধুরী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer