Bahumatrik :: বহুমাত্রিক
 
২০ আশ্বিন ১৪২৯, বুধবার ০৫ অক্টোবর ২০২২, ২:২৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কুষ্টিয়ায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পর্যালোচনা সভা


২০ মে ২০১৬ শুক্রবার, ০১:০৪  এএম

কুষ্টিয়া প্রতিনিধি

বহুমাত্রিক.কম


কুষ্টিয়ায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পর্যালোচনা সভা

কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মে মাসের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আই,সি,টি) মোঃ মুজিব-উল-ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, মিরপুর ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ে রুরাল সিটিজেন জার্নালিস্ট ফোরাম গঠন, তাদের ভূমিকা এবং তাৎক্ষণিক সেবা প্রদান প্রক্রিয়ায় তাদের সাথে জেলা প্রশাসনের যোগসূত্র তৈরি করা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা করা হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।