Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আকিব শিকদারের দু’টি কবিতা

প্রকাশিত: ০৩:৪৩, ৮ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আকিব শিকদারের দু’টি কবিতা

 

রিকশাতে একদিন

রিকশাতে একটা মেয়ে একটা ছেলের কাঁধে মাথা রেখে
ছেলেটাকে জড়িয়ে ধরে বসেছিল।
আর ছেলেটা মেয়েটার চুল-ওড়া কপালে চুমু খেতে খেতে
নরম শরীরে শরীর ঘষছিল।

রিকশাটা চলে গেল আমারই চোখের সম্মুখ মাড়িয়ে।
মুহূর্তে আমি যেন তলিয়ে গেলাম, পুরাতন স্মৃতির
আড়ালে গেলাম হারিয়ে।

মনে পড়ে তার মুখ তার চোখ, যাকে আমি প্রাণপণ বেসেছি ভালো-
আহা, সেই কবেকার কথা- এমন মধুর দিন আমারও তো ছিল।
রিকশাতে একটা মেয়ে একটা ছেলের কাঁধে মাথা রেখে
ছেলেটাকে জড়িয়ে ধরে বসেছিল।

ঢং

‘আমার বৈঠা ভেঙে গেছে, তোমার নায়ে আমায় তুলে নাও’
এই কথাটি প্রথম যেদিন বলেছিলাম
অবজ্ঞা আর অবহেলায় বললে তুমি- ‘যাও...’।

চন্দনের গন্ধ পেতে চিতা জ্বালায় এমন বোকা ক’জন আছে...!
শুনলে যে কেউ হাসবে...
তোমার ভ্রুয়ের কোঁচকানো ভাব দেখতে পেলেই
বুঝতে পারি ঘরভাঙা ঝড় আসবে।

যখন তুমি কারণ-অকারণ আমার ওপর ঝাল ঝারো
দুঃখে আমার কান্না আসে, তুমি বলো-‘ঢং ছাড়ো’।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer