Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি শুরু

ঢাকা: ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রন্ত বিস্তারিত নির্দেশনাবলি যথাসময়ে সংবাদ মাধ্যমে ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer