Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২০ অক্টোবর ২০২১

প্রিন্ট:

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ

প্রথমবারের মতো আয়োজিত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার বিকেলে এ ফলাফল সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। ফলাফল পাওয়া যাবে https://gstadmission.ac.bd ওয়েবসাইট থেকে।

অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ওএমআর শিট দেখার কাজ শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে ফলাফলের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer