Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সুরকার আলাউদ্দিন আলীর অবস্থার অবনতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২৬ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সুরকার আলাউদ্দিন আলীর অবস্থার অবনতি

ঢাকা : কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

চিকিৎসক জানিয়েছেন, গত কয়েকদিনের তুলনায় তার অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। বাংলা চলচ্চিত্রের সংগীত অঙ্গনে অবদান রাখা জনপ্রিয় এই সুরকারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

বাংলা চলচ্চিত্রের প্রায় তিন শতাধিক গানের সুর সৃষ্টিকারী কিংবদন্তী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। সঙ্গীত পরিচালনায় বিশেষ অবদানের জন্য ৮ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তির পর থেকে লাইফ সাপোর্টে রয়েছেন জনপ্রিয় এই সুরকার।

আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে ভক্ত ও চলচ্চিত্র জগতের অনেকেই হাসপাতালে ছুটে আসেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer