Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সিইএএম-বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক অরুণ গোস্বামী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ১৩ অক্টোবর ২০২০

আপডেট: ১১:৩১, ১৩ অক্টোবর ২০২০

প্রিন্ট:

সিইএএম-বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক অরুণ গোস্বামী

-অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী

ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লনারি ওয়েবিনার অন লিভিং উইথ কোভিড ১৯ : ইমপ্যাক্ট অন হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে কাউন্সিল ফর এডুকেশনাল এডমিন্সট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (সিইএএম)- এর বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যাপ্টার খোলার ঘোষণা এসেছে।

গতকাল সোমবার তিন দিনব্যাপি ওয়েবিনারের সমাপনী দিনে সিইএএম-ইন্ডিয়ার ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড.এম.এস.গীতা এই ঘোষণা দেন। একই সাথে এই চ্যাপ্টারের সভাপতি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাউথ এশিয়ান স্টাডি সার্কেল এর পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১০, ১১ ও ১২ অক্টোবর আইইআর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; সিটিইএফ, বাংলাদেশ এবং সিইএএম-ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক ওয়েবিনারে বাংলাদেশ, ভারত ও অস্ট্র্রিয়ার অধ্যাপক ও গবেষকগণ ৫০টি গবেষণা পত্র উপস্থাপন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান ছিলেন ওয়েবিনারের সাংগঠনিক কমিটির আহ্বায়ক; এবং সম্মেলন পরিচালকের দাযিত্ব পালন করেন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আাহমদ। ভ্যালেডিকটরি বক্তৃতা প্রদান করেন ভারতের কেরালা রাজ্যের বাথরির বিশপ রেভােেরন্ড ড. জোশেপ মার টমাস এবং ধন্যবাদ প্রস্তাব পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভােেগর চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়া।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর, শনিবার সকাল ১০ টায় তিনদিন ব্যাপী এই আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এই ওয়েবিনারের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মীজানুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন সিটিইএফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল-এর সভাাপতি অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

উদ্বোধনী আনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিইএএম-ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট ড.ভি.এম.শশীকুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাজরিন হুদা এবং সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন্স (সিবিআাইআার) এর জাতীয় সমন্বয়ক শুভাশীষ সমাদ্দার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট; কাউন্সিল ফর টিচার এডুকেশন ফাউন্ডেশন(সিটিইএফ), বাংলাদেশ ইন্টারন্যাশনাল; এবং কাউন্সিল ফর এডুকেশনাল এডমিন্সট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (সিইএএম), ইন্ডিয়া-এর যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ১০ টা, ভারতের সময় সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা, ভারতের সময় ৩টা পর্যন্ত এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী এই ওয়েবিনারে প্রায় ৫০ টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটিইএফ, ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট অধ্যাপক ড. কে.এম.ভান্ডারকার পাঠ করেন।

অস্ট্রিয়ার কার্র্ল ফ্রাঞ্জেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বির্জিত ফিলিপ্স, ভারতের অধ্যাপক ড. ভি. রেঘু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.অরুণ কুমার গোস্বামী, এবং অধ্যাপক ড. মনিরা জাহানসহ ১০ জন জ্যেষ্ঠ গবেষক দশটি থিম পেপার উপস্থাপন করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.অশোক কুমার সাহা, অধ্যাপক ড.নুর মোহাম্মদ, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিবেদিতা রায়সহ মোট নয়টি প্যানেল পেপার উপস্থাপিত হয়। তিনদিনের মোট ছয়টি প্রবন্ধ উপস্থাপন সেশনে ভারতের ড. মধুবালা জয়চন্দ্রন ও ড. ববি মোহান্ত, বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগর অধ্যাপক ড.পরিমল বালা, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, সমাজ কর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার, এবং জবি আইন বিভাগের সহযোগী আধ্যাপক ড. মাসুম বিল্লাহ প্রমুখ সভাপতিত্ব করেন।

ওয়েবিনারে সঞ্চালনা করেন ভারতের কেরালার সহকারী অধ্যাপক ড. নিম্মি মারিয়া ওম্মেন, ড. আশা এ.কে. এবং জবি আইআর-এর রাহুল চন্দ্র সাহা। ভার্চুয়াল এই আয়োজন সফল করতে ২৫ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি নিরবচ্ছিন্ন কাজ করেন। এই কমিটির সমন্বয়ক হিসেবে ছিলেন সিইএএম, ইন্ডিয়ার ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট ড. এম. এস. গীতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. প্রতিভা রানী কর্মকার।

সমন্বয়ক (কারিগরি) হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. নিম্মি মারিয়া ওমেন এবং আইইআর, জবি এর সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জবি প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রিপন; এবং আইআর এর প্রভাষক রাহুল চন্দ্র সাহা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer