Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৩ ১৪৩১, শনিবার ১৮ মে ২০২৪

শুক্রবার শেষ হচ্ছে ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৩, ৫ নভেম্বর ২০১৪

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুক্রবার শেষ হচ্ছে ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপি ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪-এর ৩য় দিনে বুধবার টিএসসি মিলনায়তনে প্রদর্শিত হয়েছে মন্টু মিয়ার অভিযান, আপ, দ্যা ক্রুডস, মেগামাইন্ড, দ্যা অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন।

৬ নভেম্বর বৃহস্পতিবার প্রদর্শিত হবে পিক্সার শর্টস (সকাল০৯:৩০টা) ডেসপিকেবল মি-২ (সকাল ১১:০০টা), টয় স্টোরি-৩ (দুপুর ০১:৩০টা), ওয়াল-ই (বিকাল ০৪:০০টা), কুংফু পান্ডা-২ (সন্ধ্যা ০৬:৩০টা)।

৭ নভেম্বর শুক্রবার প্রদর্শিত হবে শ্রেক-২ (সকাল০৯:৩০টা) গ্রেভ অফ ফায়ারফ্লাইস (সকাল ১১:০০টা), মনস্টারস ইউনিভার্সিটি (দুপুর ০১:৩০টা), হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন-২ (বিকাল ০৪:০০টা), ফাইন্ডিং নিমো (সন্ধ্যা ০৬:৩০টা)।

চলচ্চিত্র প্রদর্শনীর প্রবেশ মূল্য ২০ টাকা । তবে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্যের প্রয়োজন নেই। সবকটি চলচ্চিত্র টিএসসি অডিটোরিয়ামে প্রদর্শিত হবে।

দেশিয় দর্শকদের কাছে অ্যানিমেশন চলচ্চিত্রকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যায়ের টিএসসি মিলনায়তনে অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে।

ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এবারের আয়োজন। টি এস সি মিলনায়তনে ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৭ নভেম্বর পর্যন্ত। উৎসবের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্কুলের শিশুদেও অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাংকন ও গল্প লেখা প্রতিযোগিতা যাতে প্রায় ১৫০ এরও অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

উৎসব শেষে, ০৯ নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে “Prospects of Animation in Bangladesh Film Industry” শিরোনামে সেমিনারও করছে আয়োজকরা।

সেমিনারে দেশে অ্যানিমেশন চলচ্চিত্রের ভবিষ্যৎ ও স¤ভাবনা নিয়ে পর্যালোচনা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সিফাত-ই-রাব্বী ও তরুণ অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতারা। সেমিনার শেষে চিত্রাংকন ও গল্প লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংসদ। সংগঠনটি ডাকসু অনুমোদিত এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সদস্য। দীর্ঘদিন ধরে সংসদটির সম্মানিত সঞ্চালকের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer