Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শিগগিরই ভূটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ১৯ অক্টোবর ২০২০

প্রিন্ট:

শিগগিরই ভূটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি

ছবি- পিআইডি

শিগগির ভূটানের সাথে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে। আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে ভূটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

এসময় দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গৃরুত্বারোপ করা হয়। এছাড়া দু’দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়।

সবজি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনে ভূটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভূটানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এবিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ভূটান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দু’দেশের যৌথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও এসময় আলোচনা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer