Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

রোববার ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ৮ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৭:৪৪, ৮ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

রোববার ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ

ঢাকা : টেস্টে ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করার পর এবার রঙিন পোশাকেও একই লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগার`রা। আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু`দল। হোম অব ক্রিকেট মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামে, বাংলাদেশ-উইন্ডিজ দ্বৈরথ শুরু হবে রোববার (৯ ডিসেম্বর) দুপুর ১টায়।

এ ম্যাচের আগে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে মাশরাফির দলের পক্ষে। দু`দলের সবশেষ ৫ সিরিজের ৩টি-ই জিতেছে টাইগার`রা। উইন্ডিজদের মাটিতে সবশেষ সিরিজে তাদের হারিয়েছে ২-১ ব্যবধানে।

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে ঝড়ো সেঞ্চুরিতে স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকারও।

অন্যদিকে, বিশ্ব ক্রিকেটে সব সময়ই সমীহ জাগানিয়া দল উইন্ডিজ। তবে, সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো যাচ্ছে না তাদের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer