Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

রোনালদোকে পেছনে ফেলে মেসির ষষ্ঠ ব্যালন ডি’অর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ৩ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

রোনালদোকে পেছনে ফেলে মেসির ষষ্ঠ ব্যালন ডি’অর

ঢাকা : জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিভারপুল তারকা ভার্জিল ভ্যান ডাইককে হারিয়ে ব্যালন ডি’অর-২০১৯ জিতলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। সোমবার প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর পুরস্কারটি।

এরমধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতলেন আর্জেন্টাইন তারকা। এর আগ পর্যন্ত সমান পাঁচবার করে পুরস্কারটি জয়ের রেকর্ড ছিল এই দুই কিংবদন্তীর।

গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে মেসি জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগে করেন সর্বোচ্চ ১২ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলে ৫৪ গোল করেন লিওনেল মেসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer