Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

রাজধানীতে মাসব্যাপী ট্রাফিক সচেতনামূলক কার্যক্রম শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৫ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাজধানীতে মাসব্যাপী ট্রাফিক সচেতনামূলক কার্যক্রম শুরু

ফাইল ছবি

ঢাকা : রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী ট্রাফিক সচেতনামূলক কার্যক্রম। এর অংশ হিসেবে বুধবার সকাল থেকে জাহাঙ্গীর গেট ক্রসিং থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।

ডিএমপির ঘোষণা অনুযায়ী নগরের বিভিন্ন এলাকায় লেগুনা বা হিউম্যান হলার চলাচলে কঠোর নজরদারি রাখা হয়েছে। 

কর্মসূচির আওতায় ফুটওভারব্রিজ, জেব্রাক্রসিং ও আন্ডারপাস ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের শুধু চালক নয় আরোহীকেও হেলমেট পরিধান করতে বলা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূল ব্যবস্থা নেয়া হবেও বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ডিএমপি কমিশনার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer