Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

রণক্ষেত্র ঢাবি চত্বর, ছাত্রলীগের অতর্কিত হামলায় আক্রান্ত ছাত্রদল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

রণক্ষেত্র ঢাবি চত্বর, ছাত্রলীগের অতর্কিত হামলায় আক্রান্ত ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ছাত্রলীগের অতর্কিত হামলার মুখে পড়ে ছাত্রদল। এই হামলায় ৭জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতারা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করতে এলে স্যার এফ রহমান হলের সামনে এ হামলার ঘটনা হয়।

উল্লেখ্য, ছাত্রলীগ আগে থেকেই ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। এরপরও ক্যাম্পসে পর্যাপ্ত পুলিশের উপস্থিতি চোখে পড়েনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার নতুন কমিটির ২০-২৫ জন নেতাকর্মী নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে। এর মিনিট তিনেকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে লাঠি, স্টাম্প নিয়ে তাদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলায় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ছাত্রদলের অন্য কর্মীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer