Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

মোবাইল ফোন ধরলেও ১০, করলেও ১০ টাকা ছিল : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ২১ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মোবাইল ফোন ধরলেও ১০, করলেও ১০ টাকা ছিল : প্রধানমন্ত্রী

ঢাকা : আজ যারা মোবাইল ফোনে এক টাকা- দুই টাকায় কথা বলার সুযোগ পাচ্ছেন। একসময় তাদের এই সুযোগ ছিল না। কারও সঙ্গে মোবাইলে কথা বলতে হলে ফোন ধরলেও ১০ টাকা, করলেও ১০ টাকা ছিল। আমার নিজেরও সেই অভিজ্ঞতা আছে। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে নম্বর ঠিক রেখে অপারেটর বদল বা এমএনপি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, তরুণরা তাদের বাপদাদাদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। তাদের ইতিহাসটাও জানা দরকার। আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কিন্ত মোবাইল ফোনে কথা বলার এই সুযোগ করে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সাল থেকে আমরা এনালগ, মনোলগ থেকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছি। এই পরিবর্তনটা হয়েছে জনগণ, তরুণ সমাজের ভোটের কারণে। আওয়ামী লীগকে জয়ী করার কারণে।

‘তরুণ সমাজ কিন্তু এটা বুঝতে পেরেছিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে কর্মসংস্থান তৈরি হবে; পরিবর্তন হবে। আমি তরুণ সমাজের জন্য সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি খাতও উম্মুক্ত করে দিয়েছি। গত ১০ বছরে কর্মসংস্থান ব্যাপকহারে আমরা করে দিয়েছি- সেটা দেশের জন্য অনেক বড় সাফল্য।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer