Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

মিয়ানমারের ওপর হস্তক্ষেপের অধিকার জাতিসংঘের নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিয়ানমারের ওপর হস্তক্ষেপের অধিকার জাতিসংঘের নেই

ঢাকা : মিয়ানমারের ওপর জাতিসংঘের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাং।

মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত মায়াবতি পত্রিকার বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার দেশটির সেনা সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি নাক গলানোর কোনো অধিকার নেই জাতিসংঘের।

একইসঙ্গে কোনো দেশ বা সংগঠনেরও নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই। রাখাইনে রোহিঙ্গা নিধনে জাতিসংঘ প্রকাশিত তদন্ত প্রতিবেদনে দেশটির সেনাবাহিনীকে দায়ী করা হলেও এতদিন কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা।

এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানালেন মিয়ানমার সেনাপ্রধান।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer