Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মাজেদা ফাউন্ডেশনের মহানুভব উদ্যোগ: ৫ টাকায় চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

মাজেদা ফাউন্ডেশনের মহানুভব উদ্যোগ: ৫ টাকায় চিকিৎসা সেবা

ছবি- বহুমাত্রিক.কম

প্রত্যন্ত জনপদে প্রান্তিক জনগোষ্ঠিকে ৫ টাকায় চিকিৎসা সেবা! অবাক শুনালেও স্বেচ্ছাসেবী সংগঠন মাজেদা ফাউন্ডেশন এই মহানুভব উদ্যোগ নিয়েছে। আত্মহত্যা প্রতিরোধে কাজ করে আসা এই সংগঠনটির চিকিৎসা সেবা প্রদানের এই প্রয়াস প্রশংসা কুড়াচ্ছে। ঢাকার ধামরাই উপজেলা ফোর্ডনগর গ্রামের মানুষেরা এই সেবা পাচ্ছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্যনির্মাতা তারেক মিয়াজী জানান, বয়োবৃদ্ধ মানুষদের সেবা কেন্দ্রে আসতে সমস্যা হলে হুইল চেয়ারে নিয়া আসা হয় । করোনাকালে কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের কাছেও আমরা এই চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি। আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই প্রয়াস।

প্রতিষ্ঠানটির সম্পাদক ইফাত জেরিন জানান, ধারাবাহিকভাবে আমরা ফাউন্ডেশেনের এই প্রয়াস দেশের অন্যান্য জনপদেও ছড়িয়ে দিতে চাই। আমরা চাই মানবকল্যাণের ব্রত নিয়ে আমাদের মত অন্যরাও এগিয়ে আসুক।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer