Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভারতীয়রাই বেশি ফিক্সিং করেন : আইসিসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১৯ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারতীয়রাই বেশি ফিক্সিং করেন : আইসিসি

ঢাকা : শ্রীলংকান ক্রিকেটার সনাৎ জয়সুরিয়ার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর ফিক্সিং নিয়ে কথা বলেছেন আইসিসি’র দুর্নীতি দমন কমিশনের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল।

ফিক্সিংয়ের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়রা জড়িত বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শ্রীলংকায় জুয়াড়িরা স্থানীয় এবং ভারতীয়ই হয় বেশি। সর্বোপরি গোটা বিশ্ব চষে বেড়ানো বেশিরভাগ দুর্নীতিবাজ জুয়াড়িই ভারতীয়।

মার্শাল বলেন, ক্রিকেট বিশ্বের প্রতিটি দেশেই কমবেশি ফিক্সিং হয়। সেগুলোর বেশিরভাগই করে থাকেন ভারতীয় জুয়াড়িরা। ভারতে এর হারও বেশি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer