Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভারত সীমান্তে হত্যার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ১২ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ভারত সীমান্তে হত্যার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সত্ত্বেও সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যার ঘটনায় আজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার কার্যালয়ে এক ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সীমান্ত হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘সীমান্তে কোন হত্যাকা- না ঘটানোই আমাদের নীতি এবং ভারত সরকারও এ ব্যাপারে সম্মত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে হত্যাকান্ড ঘটছে। আমরা এই সব ঘটনায় উদ্বিগ্ন।’

মন্ত্রী বলেন, ঢাকা ভারতে ‘সীমান্তে জিরো হত্যাকান্ড’ নিশ্চিতে তাদের অঙ্গীকারকে মনে করিয়ে দিতে বার্তা পাঠাবে। বার্তায় এ ব্যাপারে ঢাকার উদ্বেগের কথা জানিয়ে বলা হবে যে প্রতিবেশী দেশটি তাদের অঙ্গীকার পূরণ করবে এটাই আমরা চাই।’

ভারতের সাথে আলোচনা জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারত সফর ‘করতে পারেন’ এ ব্যাপারে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। কারণ সময়টা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় হয়, তবে প্রতিমন্ত্রীকে তাঁর সফরসঙ্গী হতে হবে।’ অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত রাইসিনা ডায়লগে বক্তৃতা দেয়ার জন্য আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মোমেন এই সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে জল্পনা-কল্পনা নাকচ করে দিয়ে বলেন, ‘বস্তুত বিষয়টি তা নয়।’ মন্ত্রী বলেন, ‘নির্ধারিত ওই সফরের সময় কোন দ্বিপক্ষীয় আলোচনার সূচি ছিল না। গণমাধ্যম নন-ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করেছে।’

তিনি বলেন, ওআরএফ মূলত একটি বেসরকারি ফোরাম। প্রতিমন্ত্রীর সফরের সাথে সরকারের কোন বিষয় সম্পর্কিত ছিল না। মন্ত্রী বলেন, আলম ওই অনুষ্ঠানে যোগ দিতে অপারগ হওয়ায় দুঃখ প্রকাশ করে ওআরএফকে একটি চিঠিও পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ‘এটা একটি সামান্য ঘটনা। কিন্তু গণমাধ্যম তিলকে তাল বানিয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে মোমেন কাশ্মির শিক্ষার্থীদের বাংলাদেশ ভিসা ইস্যু করছে না বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনকেও নাচক করে দেন। তিনি বলেন, এটা মোটেও সত্য নয়।

পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর ইউএই সফরের ব্যাপারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রধানমন্ত্রী ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি’ ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে ঢাকা ছেড়ে গেছেন।

এ সময় অন্যান্যদের সাথে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer