Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরার পরামর্শ হাইকমিশনের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৪, ২৭ মার্চ ২০২০

প্রিন্ট:

ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরার পরামর্শ হাইকমিশনের

বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বাংলাদেশে থাকা ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে এক জরুরি বার্তায় হাইকমিশন জানায়, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারে এখনও ফ্লাইট চালু আছে।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছে যে ২৯ মার্চের পর থেকে এ দুই রুটে ঢাকা হতে ফ্লাইট পরিচালনা এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। আগামী ২৯ মার্চ ঢাকা থেকে দুটি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পর দিন ৩০ মার্চ ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, প্রতি বছর দেড় লাখের অধিক ব্রিটিশ নাগরিক বাংলাদেশে আসেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর ব্রিটিশ নাগরিকদের এ সময়ে সব ধরনের অপ্রয়োজনীয় আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, বর্তমানে বিদেশে থাকা ব্রিটিশ পর্যটক ও অল্প দিনের জন্য থাকতে যাওয়াদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতে থাকতেই যুক্তরাজ্যে ফিরে আসা উচিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer