Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ব্রিটিশ আমলে লুঠ হওয়া সাতটি প্রাচীন শিল্পকর্ম ফিরে পেল ভারত!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ২০ আগস্ট ২০২২

প্রিন্ট:

ব্রিটিশ আমলে লুঠ হওয়া সাতটি প্রাচীন শিল্পকর্ম ফিরে পেল ভারত!

ব্রিটিশ আমলে লুঠ হয়েছিল এমন সাতটি বহু প্রাচীন শিল্পকর্ম ফিরে পেল ভারত।এতদিন এই শিল্পকর্মগুলি ব্রিটেনের জাদুঘরের শোভা বৃদ্ধি করে আসছিল। শুক্রবার গ্লাসগোতে আয়োজিত একটি অনুষ্ঠানে সেসব ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

ওই শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে ইন্দো-পারসিক তলোয়ার এবং একটি বহুমূল্য পাথর। এর মধ্যে তলোয়ারটি চতুর্দশ শতকের বলে মনে করা হয়। আর পাথরটি বর্তমান কানপুরের একটি মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল বলে দাবি।

শিল্পকর্ম হস্তান্তর নিয়ে গত ১৮ মাস ধরে কথাবার্তা চলছিল ভারত এবং ব্রিটেনের মধ্যে। শুক্রবার তা বাস্তবায়িত হল।

জানা গেছে, হস্তান্তর হওয়া ওই সাতটি জিনিসের মধ্যে ছ’টি উনিশ শতকের ভারতের বিভিন্ন মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল। বাকি একটি জিনিস চুরির পর তা আবার বেআইনিভাবে বিক্রিও করা হয়েছিল। এই শিল্পকর্মগুলো এত দিন স্কটল্যান্ডের জাদুঘরে রাখা ছিল।

‘গ্লাসগো লাইফ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভারত ফিরে পেল সেগুলো। সংস্থার প্রধান ডানকান ডরনান বলেন, ‘অন্য দেশ থেকে চুরি করে আনা শিল্পকর্ম সংশ্লিষ্ট দেশে ফিরিয়ে দেওয়ার কাজ ১৯৯৮ সাল থেকে করছে গ্লাসগো লাইফ।’ চলতি বছরে নাইজেরিয়াকে তাদের দু’টি বেনিন ব্রোঞ্জ ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই দু’টি বেনিন ব্রোঞ্জ উনিশ শতকে চুরি হয়ে গিয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer