Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল বারী আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল বারী আর নেই

ঢাকা : গণপরিষদের সাবেক সদস্য, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক জেলা প্রশাসক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার সন্ধ্যা ৭টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার জ্যেষ্ঠ সন্তান সৈয়দ এখতেশামুল বারী (তানজিল)।

সৈয়দ এমদাদুল বারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালে বিজলা ক্যাম্পের সভাপতি। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রবীণ এ আওয়ামী লীগ নেতার প্রয়াণের খবরে সমগ্র জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer