Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাজে সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ৬ নম্বরে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১১ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাজে সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ৬ নম্বরে

ঢাকা : যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান কমপারিটেকের এক গবেষণায় সম্প্রতি দেখা গেছে, বাংলাদেশের মোট মোবাইল সংখ্যার ৩৫.৯১ ভাগ এবং পারসোনাল কম্পিউটারের ১৯.৭ ভাগ ম্যালওয়্যারের আক্রান্ত। ম্যালওয়্যারের আক্রমণ, সাইবার নিরাপত্তা প্রস্তুতি, হালনাগাদ সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন বিবেচনায় গবেষণাটি করা হয়েছে।

বাজে সাইবার নিরাপত্তায় তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বাংলাদেশের আগে কেবল উজবেকিস্তান, ভিয়েতনাম, আলজেরিয়া, তানজানিয়া এবং ইন্দোনেশিয়ার অবস্থান। বিশ্বের ৬০ টি দেশের ওপর করা এ গবেষণালব্ধ ফলাফলে বাজে সাইবার নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে।

তৈরিকৃত এ তালিকায় যে দেশের স্কোর সবচেয়ে কম সে দেশ সাইবার নিরাপত্তায় তত বেশি শক্তিশালী। তালিকায় মাত্র ৮.৮ স্কোর নিয়ে সাইবার নিরাপত্তার দিক থেকে শীর্ষে রয়েছে জাপান। এদিকে উপমহাদেশে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান এবং ভারত। শীর্ষ কয়েকটি দেশের মধ্যে অবস্থান করছে ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড। এশিয়ার মধ্যে একমাত্র শীর্ষস্থান অধিকারী দেশ সিঙ্গাপুর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer